Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২১

খুলনার বটিয়াঘাটায় এসএইচএল পোল্ডার প্রোজেক্ট এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-04-07


                   

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এইচ এল পোল্ডার প্রোজেক্ট এর আওতায় ২১ মার্চ সকাল ১০টায় খুলনার বটিয়াঘাটার ৩৪/২ পোল্ডারের আওতাধীন ৯৬ নং হালিয়া এম এন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমন্বিত ডিবলিং ও মেকানাইজড পদ্ধতিতে সূর্যমূখী ও ভ’ট্টা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ এ কে এম মনিরুল আলম এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
                   

প্রধান অতিথির বক্তব্যকালে পরিচালক বলেন, জাতির জনকের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধান মন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় ও মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের সুষ্ঠ পরিকল্পনায় কৃষি আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ফসলী জমির জন্য আলাদা  জাত উদ্ভাবন করে যাচ্ছে। সরকার বিভিন্ন সহযোগীতার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য নিরালস প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন। 
                   

তিনি আরো বলেন, সরকারের বাস্তব সম্মত কৃষি নীতির কারণে আজ খোরপোষের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে পরিনত হয়েছে। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও স্বয়ং সম্পূর্ণতা আনতে বীজের অভাবে যেন গ্রীষ্মকালীন পেঁয়াজ  আবাদ ব্যহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই কৃষক পর্যায়ে যথেষ্ট পরিমাণে বীজ সরবরাহ করা হয়েছে। তিনি কৃষকদের অর্থনৈতিক উন্নতি ও স্ববলম্বি হতে আশ্বস্থ করে বলেন, কৃষি বিভাগ অতীতেও কৃষকের পাশে ছিল, বর্তমানে পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
                     

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর, এটিআই দৌলতপুরের সাবেক অধ্যক্ষ কৃষিবিদ এস এম ফেরদৌস, ডিএই খুলনার সাবেক উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার। 
                     

কৃষিবিদ মোছাঃ অতিকুন্নাহারের সঞ্চলনায় মাঠ দিবসে স্বাগত বক্তব্য দেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর। অন্যান্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের কম্যুনিটি অর্গানাইজার অমর কৃষ্ণ রায় বক্তব্য রাখেন। মাঠ দিবসে প্রকল্পভুক্ত দুই শতাধিক কৃষক/কৃষাণী , এলাকার জনপ্রতিনিধি, ডিএই খুলনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তবৃন্দ, এআইএস খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বটিয়াঘাটা এ মাঠ দিবসের আয়োজন করে।